অভিষেকের আসনে প্রার্থী ঘোষণা নিয়ে দেরী কেন বিজেপির
দেশে ৪০০ আর বাংলায় ৩৫ পারের স্লোগান তুললেও প্রার্থী ঘোষণায় রাজ্যে এখনও ৪০ পার করতে পারেনি বিজেপি। এখনও পর্যন্ত বাংলার প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তিন দফায় তালিকা প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বিস্ময়কর ভাবে এমন দু'টি আসনের প্রার্থীর নাম সোমবার পর্যন্ত অঘোষিত, যেগুলি জানতে দলের নেতাদেরই আগ্রহ সব চেয়ে বেশি। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ডায়মন্ড হারবার এবং অপরটি পর পর দু'বার জেতা আসানসোল। শুধু বিজেপি নয়, শাসক তৃণমূলও এই দুই আসনের প্রার্থীর নাম জানতে চায়। অন্য দিকে, এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের 'গজেন্দ্রগমন' নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেও। সেই সঙ্গে নানা নাম এবং নানা কারণ নিয়ে জল্পনার স্রোত বইছে।
অভিষেক ২০১৪ সালে ডায়মন্ড হারবার আসনে যখন ৭১,২৯৮ ভোটে জিতেছিলেন, তখন বিজেপি লাখ দু'য়েক ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল। ২০১৯ সালে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে। কিন্তু অভিষেকের জয়ের ব্যবধান ছিল ৩,২০,৫৯৪ ভোট। এ বার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে প্রথম ভোট অভিষেকের। অন্য দিকে, বিজেপির লড়াই তৃণমূলের সেনাপতি হয়ে ওঠা অভিষেকের বিরুদ্ধে। অথচ বিজেপি ২ মার্চ প্রথম তালিকা প্রকাশের পরে একটি মাস কেটে গেলেও ঘোষণা করতে পারল না ওই আসনের প্রার্থী কে হবেন।