Banner

নিঃশর্ত CAA এবং সম বণ্টন এর দাবীতে নমঃ শুদ্র কল্যাণ সমিতি

নিঃশর্ত CAA এবং সম বণ্টন এর দাবীতে নমঃ শুদ্র কল্যাণ সমিতি

নিঃশর্ত CAA এবং সম বণ্টন এর দাবীতে কোমড় বেঁধে নেমেছেন নমঃ শুদ্র কল্যাণ সমিতি । 
 রবিবার নিশিগঞ্জের সুভাষ সদন এ জেলা সম্মেলন রাখে নমঃ শুদ্র কল্যাণ সমিতি। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হরষিত বিশ্বাস, বাউল শিল্পী রাধামোহন মল্লিক, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সাধন চন্দ্র পাল মহাশয় সহ সংগঠনের রাজ্য ও জেলার সমস্ত প্রতিনিধি ।
জেলা সম্প্রচার সম্পাদক সুজন রায় বলেন "আমরা নিঃশর্ত CAA চাইছি, সাথে চাইছি সর্বক্ষেত্রে সমবণ্টন।
কোচবিহার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই সম্প্রদায় , কিন্ত সব জায়গাতেই তাদের বঞ্চিত করে রাখা হয়েছে ।
আমরা নমঃশূদ্র সম্প্রদায় অন্যান্য জনগোষ্ঠীর থেকে অধিক হওয়া সত্ত্বেও পিছিয়ে রাখা হয়েছে কেনো, কেনো দেওয়া হচ্ছে সমান অধিকার । আমরা সমবণ্টন চাই ।"
রাজ্য সভাপতি বাঞ্ছারাম ভৌমিক বলেন "আমরা সরকারি ও রাজনৈতিক গুরুত্ব লাভের জন্যে সংগঠন কে আরো মজবুত করে তুলছি ।"