Banner

2016 এর এসএসসি এর সকলের চাকরী বাতিল



আজকের রায়.... 
আদালত এ আজকের দেওয়া রায় নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে সবার মধ্যেই ।
অনেকেই অনেক কিছু শুনতে পাচ্ছেন, কেউ কেউ রাস্তায় বসছেন । কিন্তু আসল সত্য কি ?


প্রথমত বাজারে যেটা ছড়াচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। যেটা হয়েছে.... 

১. আগেকার প্যানেল বাতিল। 

২. নতুন করে আবার প্যানেল হবে, ওএমআর শিটের উপর বেস করে। 

৩. যারা ওএমআর শিট ফাঁকা রেখে চাকরি পেয়েছেন এবং মেয়াদোত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন এবং রাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাদের চাকরি এক কথায় পুরোপুরি বাতিল। 

৪..পুরো প্যানেল বাতিল হলেও যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তারা আবার repanel এ প্যানেলে চাকরি পেয়ে যাবেন। অর্থাৎ যোগ্যদের কোন ভয় নেই.... 

৫. আর প্যানেলের পেছনদিকে পরপর অ্যাড হতে থাকবে যারা রাস্তায় বসে আছেন তারাও চাকরিতে সুযোগ পাবেন, র‍্যাঙ্ক অনুযায়ী...