Banner

তুফানগঞ্জে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় এক বিবাহিতা মহিলা

তুফানগঞ্জে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় এক বিবাহিতা মহিলা
তুফানগঞ্জে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় এক বিবাহিতা মহিলা 

তুফানগঞ্জ মহকুমা এলাকায় আচমকাই এক তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, একজন বিবাহিতা মহিলা এক ব্যক্তির বাড়ির সামনে ধরনায় বসেন। জানা যায়  দীর্ঘ সময়ের প্রণয়ের সম্পর্ক ছিলো তাদের মধ্যে।

ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত উত্তর গুড়িপাড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর গুড়িপাড় এলাকার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে বালাকুড়ারপাড় এলাকার এক বিবাহিত মহিলার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ অনেকটা সময় ধরেই এই সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা।

তারপর দু'জনে স্বামীকে এড়িয়ে মেলামেশা শুরু করেন। সেই সুবাদে একে অপরের সঙ্গে আর্থিক লেন-দেনও হয় বহুবার। এছাড়া ওই ব্যক্তি একটি মোবাইল ফোনও কিনে দেয় মহিলাকে। এছাড়াও অভিযোগ করে নানা অছিলায় ওই মহিলার কাছ থেকে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নেয় ওই ব্যক্তি । ওই ব্যক্তি গোটা বিষয়টি নিয়ে জানাজানি হওয়ায় সম্পূর্ন বিষয় অস্বীকার করেন। এই কারণেই তখন ওই মহিলা বাড়িতে এসে বিয়ের দাবিতে ধরনায় বসেন।

তবে অভিযুক্ত যুবকের মা জানান, তিনি তিনদিন আগে সম্পূর্ণ বিষয়টি জানতে পারেন। তাঁর ছেলের সঙ্গে এক মহিলার ভালবাসার সম্পর্ক রয়েছে। এই বিষয়টি তিনি স্থানীয় মানুষদের মুখেই প্রথম শুনেছেন। এর বেশি তিনি কিছুই জানেন না। তবে তাঁর ছেলেকে ফাঁসাতে এই গোটা ঘটনা ঘটানো হচ্ছে বলেই অনুমান তাঁর। তবে গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে এলাকায় পরিস্থিতি।