Banner

নির্মম ধর্ষণ ২১ বছরের যুবতীর

নির্মম ধর্ষণ ২১ বছরের যুবতীর
নির্মম ধর্ষণ ২১ বছরের যুবতীর 
প্রতিদিনই যেন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে৷ ঝাড়খন্ডে স্টেজ শো করতে এসে এবার গণধর্ষণের শিকার ছত্তিশগড়ের যুবতীর৷ ঝাড়খন্ডের পালামু জেলার ঘটনা৷ শনিবার গভীর রাতে রাঁচি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বিশ্রামপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে৷

পুলিশ সূত্রে খবর, তিন সহ-শিল্পীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন ওই যুবতী৷ অভিযোগে জানিয়েছেন, তিনজন সহ-শিল্পী মিলে মাদক খাইয়ে গাড়িতেই তাকে ধর্ষণ করে৷ তারপর অচেতন অবস্থায় রাস্তায় ফেলে তাকে পালিয়ে যায় অভিযুক্তরা৷ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিন নম্বর ব্যক্তির তল্লাশি চলছে৷

পালামুর এর এক হাসপাতালে ভর্তিরত ওই যুবতীর  সেখানেই নানা শারীরিক পরীক্ষা করা হয়েছে৷ জানা যায়, বিশ্রামপুরে স্টেজ শো করতে এসেছিলেন তিনি, কিন্তু সেই শো বাতিল হয়ে যায়৷ তারপরই সহ শিল্পীদের সঙ্গে অন্য শো-তে যাবেন বলে মনোস্থির করেন কিন্তু হলো না শেষ রেহাই, সেখানে যাওয়ার পথেই ঘটে যায় এরকম নির্মম পরিণতি, রাস্তাতেই নেশার দ্রব্য দিয়ে তাঁকে গাড়ির মধ্যে ধর্ষণ করে সহ শিল্পী রা মিলে৷ যুবতী রবিবারই পুলিশে অভিযোগ দায়ের করেন, আপাতত পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷