অসন্তোষ ময়নাগুড়িতে, সভায় অভিষেক
তৃণমূল সূত্রের দাবি, যেখানে সভা হবে সেই ময়নাগুড়িতেই তৃণমূলের অন্দরে চলছে 'চরম অসন্তোষ'। দলের এক পুর প্রতিনিধি তথা দীর্ঘদিনের নেতা টেন্ডার নিয়ে অভিযোগ তুলে দলের জেলা কমিটি থেকে নিজেকে সরিয়ে নিতে জেলা সভাপতিকে চিঠি লিখেছেন। জেলার বিভিন্ন ব্লকেই নানা 'দ্বন্দ্ব' প্রকাশ্যে আসছে ভোটের আগে। সে প্রেক্ষিতে জলপাইগুড়ি লোকসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার রূপরেখা অভিষেক ঘোষণা করবেন। অভিষেকের মূল আক্রমণ যে বাংলার বঞ্চনার হিসেব তুলে কেন্দ্রের বিরুদ্ধে থাকবে তার ইঙ্গিত বুধবারই জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ দিয়েছেন। ময়নাগুড়িতে ক্ষোভের ইঙ্গিত পেয়ে তা মেটাতে দলের নেতারা জরুরি বৈঠকে বসেছেন। দলের এক নেতা বলেন , "অভিষেক ব্যানার্জীর সভাস্থল হিসাবে ময়নাগুড়িকে বেছে নেওয়াটা অনেকটা যেন প্রতীকী হয়ে রয়ে গেল। ময়নাগুড়িতে গোষ্ঠী কোন্দলে দল ছাড়ার উপক্রমও করেছেন এক দীর্ঘদিনের নেতা ।"
'গোষ্ঠী কোন্দলের জেরেই' ময়নাগুড়ি আসন গত বিধানসভায় তৃণমূলকে হারাতে হয়েছিল বলেও অনেকে দাবি করেন। যদিও তৃণমূল সূত্রের খবর, পিছিয়ে থাকার নিরিখে নয়, ময়নাগুড়িকে সভাস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ ভৌগোলিক অবস্থান। যেহেতু আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং জেলার নেতা-কর্মীরা আসবেন, সে কারণেই ময়নাগুড়িকে বেছে নেওয়া হয়েছে। কারণ, ময়নাগুড়ির অবস্থান মাঝামাঝি। জেলা তৃণমূল সভাপতি লেন, "চার লোকসভা কেন্দ্রের প্রার্থীরা মঞ্চে থাকবেন। বাংলা বিরোধী বিজেপি সরকারকে বিসর্জন দেওয়ার তিনি আহ্বান জানাবেন। তুলে ধরবেন বাংলার বঞ্চনা।" জেলা যুব তৃণমূল সভাপতি সন্দীপ ছেত্রীর দাবি, "ভিড়ের রেকর্ড হবে জেলায়।" শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে বলেন, "বানারহাট, মালবাজার থেকে চা শ্রমিকরা-সহ সব ব্লক থেকে শ্রমিকেরা যাবেন।"
জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী কটাক্ষ করে বলেছেন , " নিজেরাই যত চিৎকার করছে তৃণমূল, মানুষের কথা তারা শুনতে পাচ্ছে না, মানুষ চাইছেন মোদীকে ।"