Banner

2024 লোকসভা নির্বাচন দিন ঘোষণা হয়ে গেলো, আগামী 19 সে এপ্রিল থেকে 7 দফায় ।

2024 লোকসভা নির্বাচন দিন ঘোষণা হয়ে গেলো, আগামী 19 সে এপ্রিল থেকে 7 দফায় ।
2024 লোকসভা নির্বাচন দিন ঘোষণা হয়ে গেলো, আগামী 19 সে এপ্রিল থেকে 7 দফায় ।


৭ দফায় দেশ জুড়়ে হবে দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন৷ ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ৷

১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷ প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷

২০১৯ সালে গোটা দেশে সাত দফায় হয়েছিল লোকসভা নির্বাচন৷ এবারেও ভোট শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন৷ থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ ১৯৫০ নম্বরে অভিযোগ জানালেই ১০০ মিনিটের মধ্যে পৌঁছবে কমিশনের দল৷ ভোটারদের অর্থ অথবা মদ, উপহার দিয়ে টোপ দেওয়ার প্রচেষ্টা রুখতেও কড়া নজরদারি চালাবে কমিশন৷