তবে, বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে। দিলীপ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি মেদিনীপুর আসন থেকেই প্রার্থী হতে চান। এবং দল তাঁকে ওই আসন থেকেই প্রার্থী করবে বলে তিনি আশাবাদী। কিন্তু মেদিনীপুর আসনে ভারতী ঘোষের নামও উঠে আসছে। ফলে দিলীপ ঘোষের কেন্দ্র বদল হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
একইভাবে জল্পনা চলছে, দার্জিলিং, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, আসানসোল কেন্দ্র নিয়েও। আসানসোল থেকে ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও তিনি ওই আসন থেকে লড়বেন না বলে জানিয়েছেন। ফলে সেখানে কাকে প্রার্থী করে বিজেপি, তাও দেখার বিষয়।এদিকে, তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরে গেলেও অর্জুন সিংকে ফের ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে গুঞ্জন বাড়ছে। দলের একটা অংশ অর্জুনকে টিকিট দিতে চান না বলে খবর। এই সমস্ত জট কাটাতেই বাংলার নেতাদের ডেকে পাঠানো হল দিল্লিতে।