Banner

কোচবিহার জেলা বিজেপি থেকে মিছিল করা হয় দেওয়ানবশ বাজারে

কোচবিহার জেলা বিজেপি থেকে মিছিল করা হয় দেওয়ানবশ বাজারে
কোচবিহার জেলা বিজেপি থেকে মিছিল করা হয় দেওয়ানবশ বাজারে 

CAA এর সমর্থনে  অনবরত মিছিল করেই চলেছে বিজেপির কর্মীরা । এদিন কোচবিহার  জেলার শীতলকুচি বিধানসভার দেওয়ানবশ বাজারে বিশাল মিছিল করে জেলা বিজেপি । কোচবিহার ১ নং মণ্ডল ও ৪ নং মণ্ডলের যৌথ উদ্যোগে মিছিলের ডাক দেওয়া হয় । মিছিলে উপস্থিত ছিল আনুমানিক ১২০০ জনের ও অধিক । 

৪ নং মণ্ডলের মণ্ডল সভাপতি মানস বর্মন বলেন  কোচবিহার জেলার পদপ্রার্থী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়ের সমর্থনে তথা গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর যুগান্তকারী এবং ঐতিহাসিক বিল CAA এর সমর্থনেই এই মিছিল । ভারতের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের সংখ্যালঘু ধর্মের তাগিদে এবং সামাজিক সংস্কার ও বাসস্থান ও খাদ্যের তাগিদে ভারতবর্ষে শরণার্থী দেড় নাগরিকত্ব দেওয়ার জন্যেই CAA বিল লাঘু করা হয় । বর্তমান শাসকদলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন তার ধিক্কার জানাতেই আজকের এই মিছিল করা হয় । ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে মিছিলের ডাক টি দেওয়া হয় ।



 মমতা ব্যানার্জী এর বিরোধিতা এবং মিথ্যাচারের প্রতিফলন হয়ে উঠেছেন এই মমতা ব্যানার্জী , তিনি CAA এবং NRC মিশে ফেলছেন এবং উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যকে বিভ্রান্ত করার জন্য পথে নেমেছেন ।