কোচবিহার জেলা বিজেপি থেকে মিছিল করা হয় দেওয়ানবশ বাজারে
CAA এর সমর্থনে অনবরত মিছিল করেই চলেছে বিজেপির কর্মীরা । এদিন কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার দেওয়ানবশ বাজারে বিশাল মিছিল করে জেলা বিজেপি । কোচবিহার ১ নং মণ্ডল ও ৪ নং মণ্ডলের যৌথ উদ্যোগে মিছিলের ডাক দেওয়া হয় । মিছিলে উপস্থিত ছিল আনুমানিক ১২০০ জনের ও অধিক ।
৪ নং মণ্ডলের মণ্ডল সভাপতি মানস বর্মন বলেন কোচবিহার জেলার পদপ্রার্থী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়ের সমর্থনে তথা গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর যুগান্তকারী এবং ঐতিহাসিক বিল CAA এর সমর্থনেই এই মিছিল । ভারতের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের সংখ্যালঘু ধর্মের তাগিদে এবং সামাজিক সংস্কার ও বাসস্থান ও খাদ্যের তাগিদে ভারতবর্ষে শরণার্থী দেড় নাগরিকত্ব দেওয়ার জন্যেই CAA বিল লাঘু করা হয় । বর্তমান শাসকদলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন তার ধিক্কার জানাতেই আজকের এই মিছিল করা হয় । ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে মিছিলের ডাক টি দেওয়া হয় ।
মমতা ব্যানার্জী এর বিরোধিতা এবং মিথ্যাচারের প্রতিফলন হয়ে উঠেছেন এই মমতা ব্যানার্জী , তিনি CAA এবং NRC মিশে ফেলছেন এবং উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যকে বিভ্রান্ত করার জন্য পথে নেমেছেন ।