Banner

গলায় ফাঁস লাগিয়ে রেলের‌ বিদ্যুতের‌ খুঁটির সঙ্গে ঝুলছে যুবক‌

গলায় ফাঁস লাগিয়ে রেলের‌ বিদ্যুতের‌ খুঁটির সঙ্গে ঝুলছে যুবক‌


গলায় ফাঁস লাগিয়ে রেলের‌ বিদ্যুতের‌ খুঁটির সঙ্গে ঝুলছে যুবক‌। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরের ৫ নম্বর গুমটি সংলগ্ন এলাকায়  চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করতে দমকল বাহিনীর কর্মীরা এসে‌ ।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত‌ যুবকের নাম রাজা‌ দাস। ২৭ বছর‌ বয়স্ক‌ ওই‌ যুবক‌ পার্শ্ববর্তী নিউটাউনপাড়া‌ এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির‌ জেরে‌ আত্মঘাতী হয়েছেন‌ ওই‌ যুবক‌। ঘটনার খবর জানাজানি হতেই অসংখ্য মানুষের ভিড় জমে যায় সেখানে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল‌ পুলিশের‌ কর্মীরা। আসে‌ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রেলের বিদ্যুতের‌ খুঁটি‌ থেকে মৃতদেহটি উদ্ধার করে দমকল বাহিনী। জানা গিয়েছে মৃত‌ যুবক‌ শ্রমিকের‌ কাজ করতেন। অবসর‌ সময়ে টোটো চালাতেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তাঁর পরিবারের সদস্যরা। শোকে‌ ভেঙে পড়েন তাঁরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি‌ মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ‌ খতিয়ে দেখা হচ্ছে।