Banner

তৃণমূল প্রার্থীর ‘চকলেট বয়’ কটাক্ষ, পাল্টা জবাব ইশার


নদীর ও পারে মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জের চাচণ্ডে প্রচারে গিয়ে দক্ষিণ মালদহের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীকে 'ক্যাডবেরি বয়' বলে বৃহস্পতিবার কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তিনি প্রকাশ্য নির্বাচনী প্রচারসভা থেকে বলেন, "যিনি সাংসদ ছিলেন, তাঁর ছেলেকেই এ বারে টিকিট দিয়েছে। ভাল ছেলে, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে কিন্তু এই ছেলে হরলিক্স আর চকলেটেই ঠিক আছে। আমাদের মতো যব বা বাজরার ছাতু খাওয়া ছেলে নয়। সে ক্যাডবেরি চকলেটের ছেলে।" কংগ্রেস প্রার্থী ইশা পাল্টা বলেন, ''টানা ১৩ বছর ধরে রাজনীতি করছি। বৈষ্ণবনগরের মতো এলাকার বিধায়ক হিসেবে গঙ্গা ভাঙন সমস্যা, সীমান্তের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা মেটানোর চেষ্টা করেছি মানুষকে সঙ্গে নিয়ে। পরে, সুজাপুরের বিধায়ক হিসেবে পাঁচ বছর কাজ করেছি। ওই দুই বিধানসভা এলাকায় ১৫০ কোটি টাকার মতো কাজ আনতে পেরেছিলাম। উনি (শাহনওয়াজ) যদি রেকর্ড দেখতে চান, দেখাতে পারি। ফলে, উনি কী বললেন তাতে আমার কিছু যায় আসে না। সাধারণ মানুষই শেষ কথা বলে।''

ইশা এ দিন গঙ্গার এ পারে প্রচার করেছেন। বৈষ্ণবনগরের চক শেহরদিতে মহিলা বিড়ি শ্রমিকেরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে। অভিযোগ, তাঁদের মজুরি বৃদ্ধি নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার ভাবছে না। ইশা তাঁদের আশ্বাস দিয়েছেন। শমসেরগঞ্জ ছাড়া, ধুলিয়ানেও প্রচার করেন তৃণমূল প্রার্থী রায়হান। সেখানে ছিল তাঁর 'রোড-শো', দলীয় কর্মিসভা। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এ দিন প্রচার করেন কালিয়াচকে। সেখানে ছোট ছোট কয়েকটি বৈঠকও করেন তিনি।