Banner

CAA চালু করার খুশিতে নরেন্দ্র মোদী কে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল এর ডাক দিলেন কোচবিহার বিজেপি

CAA চালু করার খুশিতে নরেন্দ্র মোদী কে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল এর ডাক দিলেন কোচবিহার বিজেপি
CAA চালু করার খুশিতে নরেন্দ্র মোদী কে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল এর ডাক দিলেন কোচবিহার বিজেপি  

 CAA কার্যকর হতে না হতেই খুশিতে আত্মহারা পশ্চিমবঙ্গ বিজেপি সমর্থকেরা , বিভিন্ন জায়গায় আয়োজন করেন মিছিলেরও । তাদের কাছে এটা একটা ঐতিহাসিক সাফল্য , দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে এতদিনে । ঠিক এই কারণে কোচবিহার জেলার মাঘপালাতে বিশাল মিছিলের আয়োজন করেন , সামিল হয়েছেন প্রায় ১০০০ এর অধিক বিজেপি সমর্থক । প্রত্যেকের চোখেমুখে ফুটে উঠেছে খুশির ভাব । 
উপস্থিত ছিলেন সাধারণ কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য সৌশিষ সরকার, কিষাণ মোর্চা মুরারই কৃষ্ণ রায় সহ উচ্চস্তরের নেতারা । এছাড়াও সেখানে ছিলো পার্শবর্তী শীতলকুচি বিধানসভার অন্তর্গত ৪ নং মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত টিকাদার ।
মিছিলের কারণ জিজ্ঞাসা কড়ায় মুরারী কৃষ্ণ রায় বলেন "ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি CAA আইন কার্যকর করেছেন । ধর্মীয় কারণে পাকিস্তান , বাংলাদেশ , পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত হিন্দু ধর্মীয় কারণে প্রতারণার শিকার , বঞ্চিত এবং নিপিড়ন ও অত্যাচারের শিকার তাদের কে নাগরিকত্ব দেওয়ার জন্যই , CAA আইন টা লাগু হয়েছে । কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় ।" আর এরই সমর্থনে মাঘপালা বাজারে এই বিশাল সমর্থন মিছিলের আয়োজন  ।


তিনি এও বলেন লোকসভা, বিধানসভা বা ইলেকশন এর সাথে CAA এর কোনো সামঞ্জস্য নেই , এই আইন ভারতে অনেক আগে থেকেই রাখা হয়েছে কিন্তু কার্যকর করার সাহস কেউ দেখাতে পারে নি যা বর্তমান কেন্দ্রের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় প্রতিজ্ঞার সাথে তার প্রতিশ্রুতির মূল্য রেখে দেখালেন।   


তিনি এও জানান মমতা ব্যানার্জী ভুলবাল বকে যাচ্ছেন , ভারতের সনাতন ধর্মী সহ সকলেই মোদীর সাথে আছেন । মমতার ব্যানার্জীর বিরোধিতায় কোনো লাভ হবে না বলেও জানালেন তিনি ।