Banner

সাংসদ পদ ছেড়ে দিতে পারেন বলে জানালেন বাংলার BJP সাংসদ

সাংসদ পদ ছেড়ে দিতে পারেন বলে জানালেন বাংলার BJP সাংসদ
সাংসদ পদ ছেড়ে দিতে পারেন বলে জানালেন বাংলার BJP সাংসদ
কোচবিহারের রাজবংশী 'মহারাজা' অনন্ত রায় বর্তমানে বিজেপির রাজ্যসভার সাংসদ। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। লোকসভা ভোটের ঠিক আগেই সেই অনন্ত মহারাজই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন । তিনি বলেন, "রাজ্য বিজেপি নাকি তাকে ডাস্টবিন করে রেখেছে। কেউ কোনও যোগাযোগ রাখেই না।"

বাগডোগরা বিমানবন্দরে এহেন মন্তব্য বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। তাঁর দাবি, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে বলে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন, তা সম্ভব নয়। সাধারণ মানুষ বললে সাংসদ পদ ছেড়ে দেব।

প্রসঙ্গত, ১৯৮০ সালে বিজেপি গঠনের পর অনন্ত মহারাজই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও রাজ্যসভা সাংসদ নির্বাচিত হন পদ্ম শিবির থেকে। যেই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজের সাংসদ হওয়াকে সব দিক থেকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছিলেন ।

এদিকে নিশীথ প্রামাণিক কে ফের প্রার্থী ঘোষণার পর থেকে অনন্ত মহারাজের অনুগামীরা সোশ্যাল মিডিয়া তে বিজেপি বিরোধী পোস্ট করে সরব হচ্ছেন বলে অভিযোগ। অনন্ত মহারাজ প্রশ্ন তুলেছেন, প্রার্থী ঠিক করার আগে দল কেন তাঁর সঙ্গে কোনো আলোচনা করল না? স্বাভাবিকভাবেই এখন যা চিন্তায় ফেলেছে বিজেপি নেতৃত্বকে।