লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বাংলায় আবার বিভাজন ঘটানোই লক্ষ্য বিজেপি-র। বিজেপি যে হিন্দুত্ববাদে ভর করে রয়েছে, তাদের ধর্ম আসল হিন্দুধর্ম নয় বলে জানান তিনি। বিজেপি-র হিন্দুত্বের সঙ্গে বাংলার হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই বলে জানান।
বিজেপি-র বিরুদ্ধে মঙ্গলবার হাবড়ায় প্রশাসনিক সভা থেকে সরব হন মমতা। তিনি এও বলেন, "বিজেপির মতো ভয়ানক ও কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলা-বিরোধী, আসল হিন্দু যাঁরা, তাদের সেই হিন্দুধর্ম মানে না । পঞ্চানন বর্মা, রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ, রঘুনাথ মুর্মু, মতুয়া ঠাকুর কে মানে না এরা। এরা নিজেদের মতো করে একটা একটা হিন্দুত্ব বানিয়ে ফেলেছে, যা বহিরাগত হিন্দুত্ব, যার সঙ্গে বাংলার হিন্দুধর্ম ও ভারতের হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই।"
এত কিছু করার পরও তাঁর সঙ্গে বিজেপি পেরে ওঠে না বলে এদিন মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, "আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায়, নষ্ট করে দিতে চায় আমাদের ঐতিহ্যকে। আমাদের মানুষদের উপর অত্যাচার করতে চায়। শুধু আমার সঙ্গে পেরে ওঠে না। ওরা লাঠি দেখালে, আমি ডান্ডা দেখাই। ওরা জানে, আমার সঙ্গে লড়াই মহা মুশকিল।"
বিজেপি-কে এদিন বাংলা-বিরোধী বলেও আক্রমণ করেন মমতা। তাঁর বক্তব্য, "পঞ্জাবের শিখভাই, একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলছে। শিখ দেখলে বলছে খালিস্তানি, মুসলিম দেখে বলছে পাকিস্তানি, বাঙালি দেখলে বলছে বাংলাদেশি। দিল্লিকে জিজ্ঞেস করবেন, বাংলাদেশি বলে কত বাঙালির উপর অত্যাচার হয়েছে। আমাদের ভাষাটা এক, সেটাতো অপরাধ নয়! বাংলা ভাষা শুনলে বিজেপি-র পিত্তি চটে যায়। বাংলাকে ওরা পছন্দ করে না। কিন্তু আমরা তো হিন্দিকে ভালবাসি! রবীন্দ্রনাথ 'জন গণ মন' লিখেছিলেন, পঞ্জাব, সিন্ধু, বিন্ধ্য, হিমাচলের কথা লিখেছিলেন। নজরুল ইসলাম লিখেছিলেন! 'কোরাণ-পুরাণ, বেদ-বেদান্ত, বাইবেল-ত্রিপীটক, গ্রন্থসাহিব-জেন্দ আবেস্তা, পড়ে যাও যত সব'। স্বামী বিবেকানন্দ নিম্ন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে হুঁকো টেনেছিলেন, জাত যায় কি না দেখছিলেন না। সেই নিয়ে নজরুল লিখেছিলেন, 'জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াত করছে খেলা'।"
আজ যারা CAA করছে, কে নাগরিক, কে নয় ঠিক করছে, স্বাধীনতা আন্দোলনের সময় সেই বিজেপি কোথায় ছিল, প্রশ্ন তোলেন মমতা। মমতা জানান, স্বাধীনতা আন্দোলনে বাংলা, পঞ্জাব লড়েছিলেন। নেতাজি, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, প্রফুল্ল চাকি, মতুয়া ঠাকুর, লোকনাথ ঠাকুর, অনুকুল ঠাকুর, সব বাংলার। বাংলায় সব ধর্ম আছে, হিন্দু-মুসলিম-শিখ, খ্রিস্টান, সবাই মিলেমিশে থাকেন বাংলায়। এই ঘৃণার রাজনীতি বাংলায় চলবে না বলে হুঁশিয়ারি দেন মমতা। মমতা জানিয়েছেন, বাংলায় তিনি CAA কার্যকর হতে দেবেন না। এর বিরুদ্ধে সকলকে একজোট হতে আহ্বান জানান তিনি।