Banner

বাবুনের সব মোবাইল ফোন এ আছে বলে বিস্ফোরক শুভেন্দু

বাবুনের সব মোবাইল ফোন এ আছে বলে বিস্ফোরক  শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় গত দু দিন ধরে বিজেপি নেতৃত্বের সঙ্গেই যোগাযোগ রেখে চলছিলেন৷ এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে তার দাবি, তাঁর মোবাইল ফোনে বাবুনের বিজেপি যোগের সব প্রমাণ আছে৷ বাবুন বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোনও মন্তব্য করলেই তিনি সেই প্রমাণ ফাঁস করে দেবেন বলেও শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন ৷

এ দিন রানাঘাটে বিজেপির সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ জবাবে বিরোধী দলনেতা দাবি করেন, বাবুন বন্দ্যোপাধ্যায় চাইলেও তাঁকে দলে নেবে না বিজেপি৷ একই সঙ্গে বাবুনকে হুঁশিয়ারিও দেন শুভেন্দু৷

শুভেন্দু অধিকারী বাবুন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে  বলেন,' বাবুন বন্দপাধাযকে একটা কথা বলে গেলাম, আপনারা দিদির সম্পর্কে যা পারেন বলুন , বিজেপি নিয়ে কথা তুলবেন না৷ বিজেপির সঙ্গে আপনি গত দু' দিন যা করেছেন, সব কিন্তু ফাঁস করে দেবো৷ আমার মোবাইল ফোনে সব আছে৷ আর একবার বিজেপির নাম নিলে এমন হাটে হাঁড়ি ভাঙব যে মুখ দেখাতে পারবেন না৷ আপনি বলছেন বিজেপি আপনাকে নেবে না, বিজেপিতে যাব না৷ ওই পরিবার থেকে কাউকে আমরা নেব না, ওই পরিবারকে আমরা চোর বলেছি, ৷ বিজেপি তার কর্মীদের আবেগকে সম্মান করে৷'

প্রসঙ্গত, বুধবারই বাবুন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন৷ বিদ্রোহের সুরে বাবুন জানান, তিনি হাওড়া থেকে নির্দল হয়ে ভোটে লড়বেন৷ বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ায় তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা ছড়ায়৷ বাবুন অবশ্য দাবি করেন, তিনি বিজেপিতে যাবেন না৷

বাবুনের এই মন্তব্যের পরই তাঁর দিদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাঁর কাছে বাবুনের বিরুদ্ধে অতীতেও অভিযোগ এসেছে ৷ মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের পর অবশ্য সুর বদলায় বাবুনের৷ তিনি এও জানিয়ে দেন, নিজের দিদির কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেবেন৷

এই পরিস্থিতিতে বুধবার রাতেই কলকাতায় ফেরেন বাবুন৷ কলকাতায় ফিরেও তিনি দাবি করেন, বিজেপির সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ হয়নি৷ তবে ভুল স্বীকার করলেও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগের অবস্থানেই অনড় থাকেন বাবুন৷