Banner

ছাত্রীর মায়ের সঙ্গে প্রেম শিক্ষকের ! হাতে হাত রেখে চম্পট দুজনের । আবার শিরোনামে ধুপগুড়ি

আবার শিরোনামে ধুপগুড়ি  



নিজের মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে প্রেম, শুধু তাই নয় দিয়েছেন  ভিনরাজ্যে পাড়ি। কিন্তু শেষ রক্ষা হল না। পরিবারের চাপে বাড়ি ফিরতে বাধ্য হলেও রাস্তায় পথ আটকালো স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুজনেকেই আনা হল থানায়।


মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে প্রেম, তার সঙ্গে ভিনরাজ্যে পাড়ি। কিন্তু শেষ রক্ষা হল না। পরিবারের চাপে বাড়ি ফিরতে বাধ্য হলেও রাস্তায় পথ আটকালো স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুজনেকেই আনা হল থানায়। ঘটনা ধূপগুড়ি ব্লকের।



ছাত্রীর মায়ের সঙ্গে প্রেম। সেই সর্ম্পকের জেরেই একসঙ্গে দুজনেই ভিন রাজ্যে চলে গিয়েছিলেন। তবে ভিন রাজ্য থেকে ফিরতেই বছর তেইশের প্রেমিকের ঠাই হল থানায়। জানা গিয়েছে, গত কয়েক বছর থেকে ওই যুবক পড়াতে আসতেন। পড়াতে এসেই আলাপ, ছাত্রীর বছর আটত্রিশের মায়ের সঙ্গে নিয়মিত নানা বিষয়ে চলত কথাবার্তা।

সেই আলাপ পরিণতি পায় প্রেমে। দুই পরিবারের কেউই বুঝতে পারেনি। গত ২০ দিন আগে প্রেমের সম্পর্ককে পূর্নতা দিতে ছাত্রীর মাকে নিয়ে একেবারে ভিন রাজ্যে চলে গিয়েছিলেন তাঁরা। দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনায় বসে প্রেমিক-প্রেমিকাকে ফিরে আসার প্রস্তাব দিলে সেই মতো শুক্রবার রাতে তাঁরা ফেরেন।


আরও খুঁজুন :


Tech news bangla today


Tech news bangla latest


আজকের টেক নিউজ


মোবাইল টেক নিউজ


টেক প্রতিদিন


india news bangla


টেকনোলজি নিউজ


টেক খবর কলকাতা


Technology News, Latest Tech News, প্রযুক্তি খবর ...


প্রযুক্তি সংবাদ (Technology News in Bengali)


Technology News Bangla, প্রযুক্তি খবর, বাংলায় ...