Banner

সন্দেশখালির ইস্যুতে মমতাকেই তুলোধোনা করলেন শুভেন্দু-সুকান্ত



সন্দেশখালির  ইস্যুতে মমতাকেই  তুলোধোনা করলেন শুভেন্দু-সুকান্ত

সন্দেশখালির  ইস্যুতে মমতাকেই  তুলোধোনা করলেন শুভেন্দু-সুকান্ত

বামগড় হিসেবে পরিচিত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷

শনিবার বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট আয়োজিত 'পশ্চিমবঙ্গে নারীর প্রতি রাজনৈতিক সহিংসতার বাস্তবতা প্রকাশ করে নীরবতা ভেঙে ফেলা' শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন এই দুই বিজেপি নেতা ৷ সেখান থেকেই তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তাঁরা ।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ইব্রাহিম লোদী মডেলকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন । এরা বাংলাকে ভারত থেকে দূরে রাখতে চাইছে । নারী শক্তি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে । আর বাংলায় দেখুন, সন্দেশখালিতে মহিলারা কীভাবে নির্যাতিত হচ্ছে । আমার বিরুদ্ধেও 40টি মামলা হয়েছে । শাহজাহানের ফাঁসি চাই ৷ যত তাড়াতাড়ি সম্ভব এর তদন্ত হোক ৷

তিনি  আরও জানান যে , পরাধীনতা বিরোধী সংগ্রাম চলছে এই সন্দেশখালিতে তারমধ্যে জমি দখল কড়া একটি বড় বিষয় ।সবাই বিজেপির উপর আস্থা রাখছে  সন্দেশখালিতে  । এখন পতাকা তুলে প্রতিবাদ করছে সাধারণ মানুষও । মানুষকে তার নিজের পথ খুঁজে নিতে হবে ।

এদিনের আলোচনায় সুকান্ত মজুমদার বলেন, "রাজনৈতিক নেতা হিসেবে নয় ৷ একজন শিক্ষক ও সর্বোপরি একজন মেয়ের বাবা হয়ে সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ৷ আজ যদি এই প্রতিবাদটা না করি তাহলে ভবিষ্যতে আমার মেয়ের কাছে কী জবাবদিহি করব ? সবাইকেই করতে হবে এই প্রতিবাদট ৷ যাতে সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷"