রাজ্যের অভিযোগ, শুভেন্দু অধিকারী ১৫ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে ৩০ কিমি আগেই আটকে দেয় পুলিশ। তাছাড়া, যে বা যাঁরা ধর্ষণের অভিযোগ করছেন, গোপন জবানবন্দি দিয়েছেন, তাঁদের উপরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু, সন্দেশখালির সর্বত্র নয়৷ সন্দেশখালি সংক্রান্ত শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানি চলাকালীন খানিক তেমনটাই মিলল ইঙ্গিত৷ প্রাথমিক পর্যবেক্ষেণে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বললেন, ‘‘সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী।’’ এলাকা নির্দিষ্ট করে আদালতকে জানানোর জন্য শুভেন্দুর আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি ।
এদিন শুভেন্দুর আইনজীবী আদালতকে জানান, কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ১৪৪ ধারা বাতিল করেছিল। গত ১৩ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্ত বিকাল ৩:৩০ নাগাদ ১৪৪ ধারা খারিজ করেন। সেইদিনই ফের নতুন করে ১৪৪ ধারা লাগু করে প্রশাসন। নতুন কোনও কারণ পুলিশের তরফ থেকে দেখানো হয়নি। শুধু বলা হয়েছে, বিজেপি বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছে, গন্ডগোল হয়েছে, পুলিশ কর্মীরা আহত হয়েছে, তাই ১৪৪ ধারা জারি করা হল। আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি বলে সওয়াল করেন শুভেন্দুর আইনজীবী৷
সন্দেশখালী নিয়ে আরও খবর :
সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট
সন্দেশখালির মাটিতেই চাই লোকসভার ঘাঁটি
আদালতের সম্মতি সত্ত্বেও বিজেপির শুভেন্দু অধিকারী বাংলার সন্দেশখালিতে যাওয়া থেকে বিরত রয়েছেন ।
সন্দেশখালি নিয়ে ফের বিস্ফোরক মমতা !