সন্দেশখালির ঘটনা নিয়ে ফের বিজেপি-র বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, গ্রামবাসীদেরও দিলেন আশ্বাস৷ বললেন, ‘‘আমি অফিসার পাঠাব। যার যা অভিযোগ আছে সেটা শুনবে।’’
এদিন সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় জট পাকানোর চেষ্টা করছে। একটা ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ইডি ঢুকেছে। তারপর বিজেপি ঢুকেছে। তারপর কিছু মিডিয়া ঢুকেছে। যার যা অভিযোগ আছে তার সব অভিযোগ নেওয়া হবে। আমি সুয়োমোটো কেস করতে বলেছি। কারও কিছু নেওয়া হয়ে থাকলে ফেরত দেওয়া হবে। আমি জেলা পরিষদ ও ব্লক সদস্যকে গ্রেফতার করেছি। আরাবুল আমাদের দলের ভাঙড়ে গ্রেফতার হয়েছে।’’এরপরেই তিনি বলেন, ‘‘আমি অফিসার পাঠাব। যার যা অভিযোগ আছে সেটা শুনবে। যদি কারও জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ সত্যি হয় তাহলে তাদের সবার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। আমি আমার জেলা পরিষদের সদস্যকে গ্রেফতার করিয়েছি। আমি পুলিশকে বলেছি সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে।’’