ফের মালদহে আতঙ্কে সাধারণ মানুষ, আবার এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি!
কী কাণ্ড ঘটে চলেছে মালদহে! এই জেলার নাম প্রায় প্রতিদিনই শিরোনামে উঠে আসছে । ঘটে যাচ্ছে সব একের পর এক মর্মান্তিক ঘটনা। কিছুতেই পিছু ছাড়ছে না আতঙ্কের ঘটনার। এর মধ্যেই ঘটে যাওয়া শহরের নিয়ন্ত্রিত বাজার চত্বরেই মুন্ডুছেদ হওয়া নাবালিকার দেহ উদ্ধারের ঘটনার রেশ এখনও কাটেনি। সেই আতঙ্ক এখনও দগদগে মানুষের মধ্যে। মাঝে একাধিক দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়েছে জেলা জুড়ে। তারই মাঝে আবারও নৃশংস ভাবে আদিবাসী স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হল ইটভাটা থেকে।২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের বিষণপুর এলাকার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মাথা থেঁতলানো অবস্থায় ওই নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মালদহে। এক মাসের ব্যবধানে পর পর দুই নাবালিকা ছাত্রী নিখোঁজ, তার পরে খুনের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত বিষণপুর এলাকার ওই ছাত্রীর বয়স ১৪ বছর । স্থানীয় স্কুলের নবম শ্রেণীতে পাঠরতা ছিল। এইদিন বাড়ি থেকে প্রায় দু' কিলোমিটার দূরে নারায়ণপুর এলাকার একটি ইটভাটা সংলগ্ন জায়গা থেকে ছাত্রীর মাথা থেঁতলানো অবস্থায় দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা তপো রাজবংশী বলেন,'' পরিত্যাক্ত ইটভাটার মধ্যে ছাত্রীর দেহটি উদ্ধার হয়েছে। দেখে মনে হচ্ছে ইট দিয়ে থেতলে মারা হয়েছে। এই ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত। একের পর এক এমন ঘটনা ঘটছে। যে এই ঘটনার সঙ্গে জড়িত তার কঠোর শাস্তির দাবি তুলছি আমরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।''শিল্পাঞ্চলের কিছু শ্রমিক কাজ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রী দেহ পড়ে থাকতে দেখে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি থেকে বাদনা পরবের উৎসব দেখতে বেরিয়েছিল।এরপর থেকেই নিখোঁজ ছিল। যদিও তার কাছে কোন মোবাইল ছিল না। পরিবারের লোকেরা সারারাত খোঁজাখুঁজির পর শুক্রবার পুলিশকে বিষয়টি জানায় । এরপরই ওই ছাত্রী দেহ উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য তিন সপ্তাহ আগে ইংরেজবাজার শহরের বাজারের পরিত্যক্ত জঙ্গল থেকে মুণ্ডুচ্ছেদ অবস্থায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। আর তার পরই আবারও নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর একই কায়দায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।