বাংলার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা আগামী সপ্তাহেই
সূত্রের খবর, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির একটি বৈঠক করতে চলেছে আগামী বৃহস্পতিবার
সব রাজ্যে এখনও বিরোধী শিবির আসন রফাই করে উঠতে পারেনি৷ সেখানে বিজেপি পাঁচটি রাজ্যের একশোটি লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে আগামী বৃহস্পতিবারই ৷ এই পাঁচটি রাজ্যের নেতাদের নিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ যে পাঁচটি রাজ্যের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনের নাম থাকার সম্ভাবনা প্রবল৷ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির একটি বৈঠক হবে আগামী বৃহস্পতিবার , দিল্লিতে৷ এই একশোটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করাও হবে সেই বৈঠকের পরই ৷ নরেন্দ্র মোদির বারাণসী এবং অমিত শাহের গান্ধিনগর এর ও প্রার্থী তালিকা ঘোষণা হবে তার মধ্যে থাকবে ৷ঘটনাচক্রে এ দিনই দিল্লি পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতারা৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ দিন দিল্লিতে প্রথমে উত্তর প্রদেশের নেতাদের সঙ্গে ভোটের রণকৌশল ঠিক করতে বসেন ৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উপস্থিতিতেই হয় এই বৈঠক ।
প্রথমে উত্তর প্রদেশ তারপর এক এক করে পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, ছত্তীসগড় এবং রাজস্থান নিয়ে আলোচনা হবে ৷ বিজেপির ভিতরের খবর, তুলনামূলক ভাবে দুর্বলগুলিতে বিজেপি , প্রার্থীদের নাম আগেভাগে ঘোষণা করবেন ৷ এই লোকসভা নির্বাচনে বিজেপির আসনে জয়ের লক্ষ্যমাত্রা ৫৪২টি আসনের মধ্যে ৩৭০টি ৷ এর মধ্যে রয়েছে এনডিএ-র জন্য চারশোটি আসন ৷ ঠিক এই কারণেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধীদের অনেক আগেই দুর্বল আসনগুলিতে জয়ের জন্য প্রচারে নেমে পড়তে চাইছে।