Banner

FD-তে নতুন সুদের হার পরিবর্তন স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়ার : SBI

SBI ফিক্সড ডিপোজিট


ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক State Bank Of India (SBI) গ্রাহকদের অনেক পরিষেবা প্রদান করে থেকে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পরিষেবা হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposid) এর পরিষেবা।  ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে  নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করে রাখা যায় যা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার তুলনায় সুদের হার বেশি। SBI বর্তমানে বিভিন্ন সময়ের মেয়াদের  ফিক্সড ডিপোজিট-এর জন্য নতুন সুদের হার (SBI FD Financing costs 2024) জারি করেছে। 
SBI ফিক্সড ডিপোজিট কী?
SBI ফিক্সড ডিপোজিট হলো নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করার পরিষেবা। এখানে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এক নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারবেন। ওই নির্দিষ্ট সময়কালের আগে টাকা তুললে আপনি লাভবান হতে পারবেন না। সেভিংস অ্যাকাউন্টতে টাকা জমা রাখার বদলে FD তে টাকা রাখলে বেশি লাভবান হবেন, কারণ Fixed Store তে সুদের হার (SBI FD Loan fees) সেভিংস অ্যাকাউন্ট এর তুলনায় অনেক বেশি হয়ে থাকে।মানুষ টাকা সঞ্চয় করার জন্য ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে বেশি পছন্দ করে, তাতে সেটা কম সময়ের জন্য হোক বা লম্বা সময়ের জন্য। কারণ, এতে বেশি সুদ পাওয়া যায় এবং খুব সহজেই টাকা তুলেনেওয়া যায়। State Bank of India (SBI) তার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কিছু বিশেষ FD স্কিম রেখেছে। ভারতের বৃদ্ধ নগরাকিকদের জন্য SBI WeCare স্কিম রয়েছে, এবং অন্যদিকে SBI অমৃত কলস স্কিম। এগুলি গ্রাহকদের বেশি রিটার্ন দিয়ে থাকে।

SBI FD Loan fees 2024
SBI ফিক্সড ডিপোজিটের সুদের হার (SBI FD Loan fees) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের জন্য সঞ্চয় করা টাকার উপর ৩ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। সিনিয়র সিটিজেনদের এই ফিক্সড ডিপোজিট (Fixed Deposite) এর উপর ৪০ অঙ্ক পর্যন্ত অতিরক্ত দেওয়া হয়। SBI FD এর সুদের হারের সরণি নিচে দেওয়া হয়েছে।
SBI


SBI FD Interest Rates এর সরণি ~

TenorsInterest Rates (p.a.)
General PublicSenior Citizens
৭ দিন থেকে ৪৫ দিন৩.৫০%৪.০০%
৪৬ দিন থেকে ১৭৯ দিন৪.৭৫%৫.২৫%
১৮০ দিন থেকে ২১০ দিন৫.৭৫%৬.২৫%
২১১ দিন থেকে ১ বছরের কম সময় ৬.০০%৬.৫০%
১ বছর থেকে ২ বছরের কম সময় ৬.৮০%৭.৩০%
২ বছর থেকে ৩ বছরের কম সময় ৭.০০%৭.৫০%
৩ বছর থেকে ৫ বছরের কম সময় ৬.৭৫%৭.২৫%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত৬.৫০%৭.৫০%
৪০০ দিন (অমৃত কলস)৭.১০%৭.৬০%


SBI অমৃত কলস FD স্কিম
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) একটি খুব উচ্চ সুদের হার বিশিষ্ট বিশেষ Fixed Deposite (FD) স্কিম শুরু করেছে, যার নাম অমৃত কলস স্কিম (Amrit Kalash FD Scheem)। সাধারণ গ্রাহকদের এতে ৭.১% সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেনদের ৭.৬% সুদ দেওয়া হবে। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন