জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ তবু একজন পুলিশের বিরুদ্ধেই , তবু মৌখিক নয় , লিখিত অভিযোগ ।
হ্যাঁ এমনটাই ঘটলো কোচবিহার জেলায় ।
সঞ্জয় দাস নামে বড় রাংরোস , পুঁড়িবাড়ির বাসিন্দা একজন ইলেকট্রনিক ব্যবসায়ী এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন পুণ্ডিবাড়ি থানার এক পুলিশের বিরুদ্ধে ।
তিনি জানান গত ১৮ই জানুয়ারী সন্ধ্যায় তার বাড়ি থেকে বেশ কিছু ল্যাপটপ, মোবাইল, ট্যাব পাওয়ার পর এবং পাওয়ার ব্যাংক সহ সঞ্জয় দাস কে গ্রেপ্তার করেছিলো পুণ্ডিবাড়ি থানার পুলিশ । তার বিরুদ্ধে চোরাই সামগ্রী নিয়ে ব্যবসা করার অভিযোগ আনা হয়েছিলো । গ্রেপ্তার হলেও গত ২রা ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে মুক্ত পান তিনি ।
অভিযুক্ত সঞ্জয় দাস এর দাবি তিনি দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক ব্যবসার সাথে যুক্ত , পুলিশ চোরাই সামগ্রী বলে তার যা বাজেয়াপ্ত করেছে তার বৈধ নথিপত্র ও রয়েছে তার কাছে । তার আরও অভিযোগ যে যতোগুলো সামগ্রী তার বাজেয়াপ্ত করা হয়েছে তার অনেক কম সংখ্যক সামগ্রী আদালত কে দেখানো হয়েছে , এর সাথে তার আরও অভিযোগ বাড়িতে থাকা নগদ তিন লক্ষ ২০ হাজার টাকা এবং ৬৫ গ্রাম সোনা ও পুণ্ডিবাড়ি থানার পুলিশ নিয়ে যায় ।
এই সমস্ত বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার এর কাছে পুণ্ডিবাড়ি থানার ২ জন পুলিশ আধিকারিকের নামে লিখিত অভিযোগ করেন ।
সঞ্জয় দাস এও বলেন যে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর যখন তিনি তার বাজেয়াপ্ত সামগ্রী সংগ্রহ করতে যান , তখন তাঁকে অনেক কম সামগ্রী দেওয়া হয় এমন কী কিছু সামগ্রী অন্যের বাড়ি থেকেও এনে দেওয়া হয় । শুধু তাই নয় কিছু সামগ্রী নাকি পুলিশ কর্তৃপক্ষ এখনও খুঁজেই যাচ্ছে , তার কথায় পুলিশ আধিকারিক কোনো নগদ বা সোনা নেয় নি বলে জানিয়েছেন , নেওয়ার সময় কী কী বাজেয়াপ্ত করেছেন তার কোন রশীদ ও দেন নি কিন্তু তার কাছে CC TV ফুটেজ থাকায় তিনি সরাসরি কোচবিহার জেলা সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ।
তিনি এখন কোর্ট এ যেতেও প্রস্তত ।