নীল আঁধার তৈরির উদ্যোগ মমতা সরকার এর
বিগত কয়েক দিন ধরে রাজ্য জুড়ে আধার কার্ড (UIDAI Aadhaar Card) বাতিলের খবরে চিন্তা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। আচমকাই বাড়িতে চিঠি চলে আসছে, "আপনি নাগরিক নন, আপনার Aadhaar Card Deactivate করা হলো, কোনো অভিযোগ থাকলে সরাসরি রাচী অফিসে যোগাযোগ করুন।" সাধারণ মানুষের এই চিন্তা দূর করতে উপায় বের করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি স্পষ্টত এও জানিয়ে দিলেন যে , "কেন্দ্র NRC চালু করতে চাইছে, আর তার আগেই ভয়ের বাতাবরন তৈরী করতেই বাংলার মানুষের আধার কার্ড বাতিল করছে।"আর তার সাথে সকলকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী জানান, "আধার কার্ড বাতিল নিয়ে ঘাবড়াবেন না। আধার কার্ড বাতিল হলেও তার পরিবর্তে নতুন কার্ড দেবে মমতা ব্যানার্জী তথা পশ্চিমবঙ্গ সরকার এবং এই কার্ডেই সব সুবিধা পাবেন।" ঘোষণার পর কোন বিলম্ব না করেই রাতারাতি পোর্টাল ও চালু করলেন। এর দরুন অনেকটা এই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে কার্যত আধার কার্ডের দিন শেষ, আধার কার্ডের জায়গায় স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড ।
Benefits of Aadhaar card in India:
সমস্ত অফিসিয়াল কাজ থেকে শুরু করে স্কুল, কলেজ এমনকি চাকরির ক্ষেত্রে তো বটেই এছাড়াও হোটেল বুকিং থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে এমনকি যেকোনো সরকারি পরিষেবার জন্য সর্বোপরি আধার একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে ভূমিকা নিয়েছে । ভোটার আইডি কার্ডের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে আধার কার্ড। কারণ রেশন, মোবাইল কানেকশন, ব্যাংকিং সহও অনেক জায়গায় অনলাইন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন হিসাবে আধার দেখানো বাধ্যতামূলক। কিন্ত এবার সেই আধার কার্ডের পরিবর্তে স্থান নতুন একটি কার্ড এর স্থান দেওয়ার চিন্তা ভাবনা করেছেন রাজ্য সরকার । এর পর যদি আধার কার্ড কেন্দ্র সরকার বাতিল ও করে দেয়, তবে কোনো সমস্যায় পড়বেন কোটি কোটি মানুষ। তাই রাজ্যের জনসাধারণের কথা ভেবে আগামী দিনে নতুন কার্ড নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার।
Aadhaar Vehicle Deactivation:
গত কয়েকদিন যাবৎ এই নতুন কার্ড নিয়ে আলোচনা বেশ তোড়জোড় শুরু হয়েছে।
আধার বাতিলের জন্য চারিদিকে প্রচার শুরুও হয়ে গেছে ইতিমধ্যে। তবে এই নিয়ে আমজনতা বেশ চিন্তায় আছে। জানা যাচ্ছে, এখনো অবধি বর্ধমানের কিছু অঞ্চলে এই আধার বাতিলের বার্তা পৌঁছে গেছে। জানা যাচ্ছে 28A ধারা অবলম্বনে নোটিশ জারি করা হয়েছে। তবে এই নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা। কারণ আধার বাতিল হলে সমস্ত কিছুই কাজ যেন থমকে যাবে।
এই বিষয়ে সাহায্য দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বস্ত করেছেন যাদের আধার বাতিল হচ্ছে সেই অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রী একটি পোর্টাল চালু করবেন এবং যাদের আধার বাতিল হয়ে যাচ্ছে তাদের আধার সংক্রান্ত যে কোনো সমস্যায় সমাধানের চেষ্টা করবেন, এমনকি তাদের যেনো রেশন বন্ধ না হয় যায় সেইদিকেও তৎপর থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ।
Mamata Bannerjee Declared New Card rather than Aadhaar Card:
তিনি নবান্ন থেকেই একই ঘোষনা করেন কেন্দ্র সরকার আধার বাতিল করলেও রাজ্য সরকার গরীব মানুষদের পাশে সবসময় আছেন। তারা যেন ন্যায্য রেশন সামগ্রী পান সেদিকে নজর রাখবেন। এছাড়া Aadhaar Card বাতিল হলে রাজ্য সরকার থেকে বিকল্প কার্ডের ব্যাবস্থা করবেন এবং আধার বাতিল হলে যেন সবাই রাজ্য সরকারের পোর্টাল এ তাদের নাম নথিভূক্ত করেন।
Aadhaar Card deactivation Reason:
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধার লিংক করানোর কথা ও আধার আপডেট করানোর কথা অনেক বছর আগে থেকেই বলছেন। কারণ ১০ বছর অন্তর প্রত্যেক ব্যক্তির আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। এর বিশেষ কারণ কোনো ব্যক্তির ঠিকানা, ফোন নাম্বার, মুখের ছবি বা বায়োমেট্রিক পরিবর্তন হলে সেটা আধারে আপডেট করা প্রয়োজন। অথচ এখনো অনেক ব্যক্তি আধার আপডেট করেনি। তাই UIDAI থেকে প্রায় ৩০ লাখ ব্যক্তির বাড়ি আধার বাতিলের চিঠি পাঠিয়েছে। জানা যাচ্ছে, এখনো ৫০ কোটি মানুষের আধার আপডেট করাননি। তাই ২০১৬ এর ২৮ এ নিয়ম অনুযায়ী আধার বাতিল করা হচ্ছে।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের কথা ভেবে বিকল্প কার্ডের ব্যাবস্থা করার কথা দিয়েছেন যেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে এই নতুন কার্ডের মাধ্যমে।
এই বিষয়ে যাদের আধার বাতিল হচ্ছে তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন। অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন।