রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিল ভারত। রাজকোট টেস্ট জয়ের সঙ্গে বড় পুরস্কার পেল রোহিত ব্রিগেড।
ভারতেতের বড় জয়ে বড় পরিবর্তন এসেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। এতদিন তৃতীয় স্থানে ছিল ভারতীয় দল। পরপর দুটি টেস্ট জিতে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রার শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় আধিপত্য দেখাতে পারেনি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে ফের প্রথন দুইয়ে উঠে এল ভারত।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী জয়ের মোট ম্যাচে জয়ের শতাংশের বিচারে পয়েন্ট টেবিলে থাকা প্রথম দুই দল ফাইনালে খেলে। ভারত গত ২ বার ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি। তৃতীয়বারে ফাইনাল খেলতে হলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
বর্তমানে ৭৫ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে নিউজিল্যান্ড। ভারতের জয়ের শতাংশ ৫৯.৫২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে মোট সাতটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে চারটিতে। তৃতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জয়ের শতাংশ ৫৫। ৫০ শতাংশ ম্যাচ জিতে বাংলাদেশ দল বর্তমানে চতুর্থ স্থানে অবস্থানে করছে। যেখানে পাকিস্তান দল রয়েছে পঞ্চম স্থানে, যারা ম্যাচের ৩৬.৬৬ শতাংশ।