ঘর ভর্তি মেয়ে পরীক্ষার্থী! সে একা ছেলে! উচ্চ মাধ্যমিকের হলে একী করল ছাত্র! চমকে যাবেন
মাথাভাঙা: ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গোটা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় অংশ নিয়েছে বহু ছাত্র-ছাত্রী। তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুহূর্তেই পরীক্ষায় বসতে নারাজ হয় কোচবিহারের মাথাভাঙা মহকুমার এক ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা সম্ভব হয়নি। তারপর সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে বাড়িতে ফেরত যাওয়ার জন্য। এমনই ঘটনায় শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের আটপুকুরি উচ্চবিদ্যালয়ে। পরীক্ষার্থীর এই অদ্ভূত আচরণে অবাক হয়ে যান পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষকরা।
পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের সূত্রে জানা গিয়েছে, “শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর প্রথম দিন। এদিন ছিল বাংলা পরীক্ষা। এবারে পারডুবি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র জয়ন্ত বর্মন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষা কেন্দ্র হয়েছে আটপুকুরি উচ্চবিদ্যালয়ে। এদিন সে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই দেখে তার পরীক্ষার সিট পড়েছে মেয়েদের ঘরে। আর তা দেখেই সে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা রওনা দেয় বাড়ির দিকে। সেখানে উপস্থিত শিক্ষকরা তাকে অনেক বোঝালেও কোনও লাভ হয়নি। তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় কারও কথা না শুনেই সে পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি চলে যায়।”