Banner

নিশিগঞ্জ কলেজ কি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ?



#সরস্বতী পুজোর দিন নিশিগঞ্জ কলেজ বন্ধ!

আজ ভালোবাসার দিন একটা মন খারাপের গদ্য লিখতে হল।বুধবার সকাল থেকে কয়েকবার ছুটে গিয়েছি নিশিগঞ্জ কলেজে।আসলে কলেজের গেটের সামনে।তালাবন্ধ কলেজ গেট।কলেজের সরস্বতী পুজো এবার বন্ধ।সঙ্গের ছবিটিতে যে কিশোরটিকে দেখছেন লোহার গেটের রেলিং টপকাচ্ছে।তার বিশ্বাস ভেতরে নিশ্চই পুজো হয়েছে!যখন ভিতরে গিয়ে নিশ্চিত হয়ে সে বাইরে এসে বন্ধুদের জানায় না পুজো হয়নি তখন মন খারাপ হয়ে গেলো সবার।কলেজে কর্মবিরতি চলছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কলেজের সরকারি স্বীকৃতির দাবিতে।কিন্তু পড়ুয়াদের সরস্বতী বন্দনায় অংশ নেওয়া হলোনা।ফলে দিনভর অনেক পড়ুয়া ক্ষোভ প্রকাশ করলেন।দূর দূরান্ত থেকে অনেকে বাইক ও টোটো নিয়ে কলেজে এসে বন্ধ গেট দেখে ফিরে গেলেন।অনেকেই বলাবলি করলেন, তাহলে কী নিশিগঞ্জ কলেজ সত্যই বন্ধ হয়ে যাবে ? স্থানীয় মানুষদের এত আন্দোলন,আত্মত্যাগ বিফলে যাবে ?