Banner

Windows 10 বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট



Secuirirty এর কথা ভেবে মাইক্রোসফট অনবরত কম্পিউটার এর অপারেটিং সিস্টেম থেকে শুরু করে তাদের বিভিন্ন সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে , এর মধ্যেই Windows 10 Operating সিস্টেম বন্ধ করে দেওয়ার দিনক্ষণ ও ঘোষণা করে দিয়েছেন । সাথে ব্রাউজিং সফটওয়্যার ক্রোম নিয়েও দিয়েছেন আভাষ ।

Windows NT থেকে শুরু করে উইন্ডোস XP , Windows 7, Windows 8, Windows 10 আমরা ব্যবহার করেছি কিন্তু এবার  Windows 11 কেই করতে হবে মুখ্য ।



 মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে Windows 10। ইতিমধ্যে তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে, এর বদলে আসবে নিউ জেনারেশন উইন্ডোজ।ফলে আপাতত ইউজাররা Windows 10 সিস্টেম ব্যবহার চালিয়ে যেতে পারবেন।কিন্তু ২০২৫-এর ১৪ অক্টোবর থেকে আর Windows 10 সাপোর্ট করবে না মাইক্রোসফট। সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স বা অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদানও বন্ধ করে দেওয়া হবে। ইউজারদের Windows 11 অপারেটিং সিস্টেম বা অন্য বিকল্প ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

তাহলে ক্রোম আর ব্যবহার করা যাবে না? আপাতত যাবে। বুধবার গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, ক্রোমের অটো আপডেটিং ভার্সন ইনস্টল করতে পারবেন ইউজাররা।কোম্পানি জানিয়েছে, ক্রোম ওএস ফ্লেক্স-এ নিয়মিত সিকিউরিটি আপডেট, ডেটা এনক্রিপশনের মতো ফিচার থাকবে। 


আরও খুঁজুন :


Tech news bangla today


Tech news bangla latest


আজকের টেক নিউজ


মোবাইল টেক নিউজ


টেক প্রতিদিন


india news bangla


টেকনোলজি নিউজ


টেক খবর কলকাতা


Technology News, Latest Tech News, প্রযুক্তি খবর ...


প্রযুক্তি সংবাদ (Technology News in Bengali)


Technology News Bangla, প্রযুক্তি খবর, বাংলায় ...