Banner

সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আমির আলী গাজী


সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার  আরো একজন ,আমির আলী গাজী ।

সন্দেশখালি কাণ্ডে দিন যাচ্ছে অভিযুক্তের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, গ্রেপ্তার হলেন শাহজাহান ঠিক একই দিনে গ্রেফতার হলো আমীর আলী গাজী । গ্রেফতার হতেই আনন্দে উৎফুল্ল গ্রামবাসী, উলুধ্বনি শঙ্খধনী দিয়ে শান্তির আগমন জানাচ্ছে সিন্দেশখালির গ্রামবাসী রা ।
তাদের কোথায় এখন আর কাপড় দিয়ে মুখ ঢেকে বেরোতে হবে না , মুখ না ঢেকেই রাস্তায় বেরোতে পারবে গ্রামবাসীরা ।

এছাড়াও শেখ শাহজাহান কে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিলো শাসকদল ।
বিরোধী দলের বক্তব্য , শেখ শাজাহান এর থানায় নিয়ে যাওয়া দেখে মনে হয় তাকে পুলিশ গ্রেফতার করেন নি , পুলিশ কেই শাহজাহান গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ।
তাকে রাখা হবে AC রুম এ, মোবাইল দেওয়া হবে আরো সুবিধা ।