এবার ব্যাংকের একাউন্টে (Bank Account) টাকা জমা করার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)!!! এখন থেকে একাউন্টে ৩০ হাজার টাকার বেশি জমা হলে সেই একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই ব্যাংকে একাউন্ট থাকে। আর ব্যাংকে একাউন্ট (Bank Account) থাকার কারণে সকলেই তাতে টাকার আদান প্রদান করে থাকেন।
মূলত ৫০০ থেকে ১০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবার পরে এখন ২০০০ টাকার নোট (2000 Rupees Note) প্রচলন হবার থেকে সরে গিয়েছে। এর ফলে নগদ জমা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট এবং অন্যান্য ব্যাংকের নিয়ম নিয়ে অনেকেই বেশ কৌতুহলী এখন। যদি কোনোভাবে কোনো নিয়ম হঠাৎ করে বদলে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাদের। এমতাবস্থায় যদি কোন এমন খবর পাওয়া যায় যে কোনো কারণে কারোর ব্যাংক একাউন্ট (Bank Account) বন্ধ হয়ে যাবে।
তাহলে তার মধ্যে আতঙ্ক বাড়তে পারে। এমতাবস্থায় বিভ্রান্তিকর খবরও অনেকবার ছড়িয়েছে। এরকমই একটি খবরের সত্যতা সম্প্রতি যাচাই করেছে ভারতের সবথেকে বড় প্রেস সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুর। খবরটি প্রকাশিত হয়েছিল যে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor) একটি বড় ঘোষণা করেছেন যে, কারো একাউন্টে ৩০ হাজার টাকার বেশি থাকলে তার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
তবে, এবার এই বিষয়ে পিআইবি তাদের আপডেট জানিয়েছে। সম্প্রতি পিআইবির তরফে জানানো হয়েছে, এরকম কোনো খবর আসলে সত্যি নয় এবং রিজার্ভ ব্যাংকের গভর্নরের তরফ থেকে কোনরকম নতুন কোনো আপডেট নিয়ে আসা হয়নি এই সম্পর্কে। মূলত রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি তার ব্যাংক একাউন্টে (Bank Account) কত টাকা রাখতে পারবেন, তার তেমন কোনো সীমা নেই।