ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করবে রাজ্য। সেই টাকা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে, তার নজরদারি করবে এই কমিটি।
একশো দিনের কাজে মজুরি দিতে চলেছে রাজ্য সরকার। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই বকেয়া টাকা দিতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিলি বন্টনের প্রক্রিয়ার উপর নজর রাখতে ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নিল নবান্ন। কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিবকে।
ইতিমধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে কি কি গাইডলাইন মানতে হবে, তার জন্য বিভিন্ন জেলাগুলিকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। যেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিচ্ছে তার প্রচার কর্মসূচি কীভাবে চালাতে হবে, তার গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে। ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য। এই টাকা দেওয়ার প্রক্রিয়ার উপর যাতে নজরদারি করা হয় তার জন্যই এই কমিটি গড়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে দিল্লিতে বকেয়া বরাদ্দ নিয়ে আধিকারিক পর্যায়ে দ্বিতীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। এদিনই সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের কয়েকজন সচিব পর্যায়ের আধিকারিকরা। জানুয়ারিতেই দিল্লিতে প্রথম আধিকারিক পর্যায়ে বৈঠক করেছিল কেন্দ্র ও রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর কেন্দ্র ও রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে ডেডলাইন দেয়। ডেড লাইন দেওয়ার পরও বকেয়া টাকা না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রীর বৈঠকের পর জট না কাটায় মুখ্যমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন ১০০ দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দেবে রাজ্য সরকার। দিল্লিতে আজ, বুধবার যে বৈঠক রয়েছে সেই বৈঠকে রাজ্যের অর্থ সচিবের পাশাপাশি আরও কয়েকটি দফতরের সচিবরা যোগ দেবেন।
১০০ দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে জব কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা পাশাপাশি একই নামে একাধিক জব কার্ড রয়েছে কী না, তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি বড় বড় হোর্ডিং লাগিয়ে যারা যারা ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাচ্ছেন এবং কত টাকা পাচ্ছেন তার বিস্তারিত তথ্য উল্লেখ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হোর্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। মূলত রাজ্য সরকারের তরফে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে যাতে কোনও দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ না ওঠে, তার জন্য বিভিন্ন জায়গায় হোর্ডিং, ব্যানারের মাধ্যমে প্রচার করার নির্দেশ দিয়েছে নবান্নের শীর্ষ মহল বলেই মনে করা হচ্ছে। তার পরপরই ৮ সদস্যের এই নজরদারি কমিটি কার্যত ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে যাতে প্রক্রিয়ার উপর স্বচ্ছতা বজায় থাকে তার জন্যই এই কমিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
Join WhatsApp