Banner

১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে স্বীকার মমতার

১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে স্বীকার  মমতার১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে স্বীকার  মমতার

 “দুর্নীতি তো চলছেই। শুধু জামা পাল্টায়, অন্য কিছু তো আর পাল্টায় না। সেখানে সাধারণ জনগণ যেনো  বঞ্চিত না হয় , সে দিকেই খেয়াল রাখতে হবে।” একশো দিনের কাজের  টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলতেই  বললেন মমতা ।

কোচবিহার ২ ব্লকের আমবাড়ির বাসিন্দা পীয়ূষ দেবনাথ। তিনি বিজেপির প্রাক্তন মণ্ডল সহ-সভাপতি। একশো দিনের কাজে মাগুর মাছ চাষ প্রকল্পে নাম ছিল তাঁর। তাঁর অ্যাকাউন্টে ১০ হাজার টাকার কিছু বেশি জমা পড়েছে। পীযূষ বলেন, "ওই টাকার অপেক্ষায় ছিলাম। তা অনেক কাজেই লাগবে। অসুস্থতা রয়েছে। চিকিৎসার কাজে সহায়ক হবে।"

 "দুর্নীতি তো চলছেই। শুধু জামা পাল্টায়, অন্য কিছু তো আর পাল্টায় না। সেখানে সাধারণ জনগণ যেনো বঞ্চিত না হয় , সে দিকেই খেয়াল রাখতে হবে।" একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলতেই বললেন মমতা ।

পীযূষ দেবনাথ সহ সেই গ্রামের একাধিক  বিজেপি কর্মীর অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে একশো দিনের কাজের  বকেয়া টাকা। যা অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে বিজেপি নেতৃত্ববর্গের । অনেকের আশঙ্কা, একশো দিনের টাকা পেয়ে কী বিজেপি কর্মীরা আবার শাসক দলে ঝোঁক দেবে । দলীয় সূত্রের খবর  সেই  জন্যেই  নজরদারি ও বাড়ানো হয়েছে।

মাথাভাঙার বিজেপি বিধায়ক  মাননীয় সুশীল বর্মণ জানান , "একশো দিনের কাজের টাকা সাধারণ মানুষ কম কিছু তৃণমূলের নেতা-কর্মী এবং তাঁদের ঘনিষ্ঠ লোকেরাই বেশি পাচ্ছেন। দেখানো হয়েছে তাদের প্রত্যেকেরই বাড়িতে সবার জবকার্ড এবং সবাই কাজ পেয়েছে । চালু করা হয়েছে আলাদা কমিশনও । মানুষ সব বুঝতে পাচ্ছেন, ওই টাকা দিয়ে কাউকে কেনা যাবে না।"

বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা দাবি করেছেন, ওই টাকা বণ্টনে দুর্নীতি হচ্ছে। তার কিছু তথ্য তাঁদের হাতে পৌঁছেছে। তিনি বলেন, "একটি পরিবারের নামে পঁচিশ হাজার টাকা ঢুকেছে। তার মধ্যে দশ হাজার টাকা পৌঁছেছে তৃণমূলের দলীয় তহবিলে। ওই পরিবারের সদস্যরা কাজ না করেই টাকা পেয়েছেন, তাই যতটুকু পেয়েছেন তাতেই তাঁরা সন্তুষ্ট। পুরো বিষয়টিতেই দুর্নীতি হচ্ছে।"

তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, "সাধারণ মানুষ নিজেদের প্রাপ্য টাকা পাচ্ছেন। তার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। তাই মানুষ স্পষ্ট অবস্থান নিচ্ছেন। তাতে বিজেপি ভয় পেয়েছে।"

কোচবিহারে  একশো দিনের কাজের বকেয়া টাকা সোমবার থেকেই শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। মঙ্গলবারও ঢুকেছে । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২২১ কোটি টাকা । যা ওই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়া হবে আগামী ১ মার্চের মধ্যে।